Homeকাজের কথাপশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাজের সুযোগ, শেষ তারিখ ৬ই মার্চ

পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাজের সুযোগ, শেষ তারিখ ৬ই মার্চ

পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির সুযোগ  

নিজস্ব সংবাদদাতা: এবছরই দেড়শ পৌরসভা আর সামনের বছর বিধানসভার নির্বাচন। স্বভাবতই চাকরির ঝাঁপি খুলছে রাজ্য সরকার। আগামী কয়েকমাস বিভিন্ন শুন্যপদে নিয়োগ করবেন সরকার, পাশাপাশি সৃষ্টি করা হবে নতুন কিছু পদও। চাকুরি প্রার্থী তরুন তরুনী দের জন্য এই সময়টা খুবই উজ্জ্বল ও সম্ভাবনাময়। নজর রাখতে হবে কোথায় কোন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হচ্ছে। বাংলার বেকার যুবক যুবতীর কথা মাথায় রেখে ‘ দ্য খড়গপুর পোষ্ট’ তাই চালু করছেন নতুন বিভাগ ‘কাজের কথা।’ যাঁরা এই বিষয়ে নজর রাখতে চান তারা আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারেন অথবা আমাদের নোটিফিকেশন ক্লিক করে রাখুন। সরাসরি খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে ‘ join’ অনুরোধ পাঠান। এবার চলে আসুন আজকের ‘কাজের কথায়।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাকে বলে প্রেস্টিজিয়াস জব! একে পুলিশ তায় আবার সাইবার ক্রাইম বিভাগ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ করতে চলেছে তীক্ষ্ণ মেধা সম্পন্ন কম্পিউটার দক্ষ প্রতিভাদের। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। তবে হাতে রয়েছে আরও বেশ কয়েকটা দিন। দেখে নিন যাবতীয় তথ্য।সাইবার ক্রাইম কনসালট্যান্ট (সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিবমঙ্গ পুলিশ। উত্তরবঙ্গের আটটি সাইবার ক্রাইম থানায় নিয়োগ করা হবে। আপাতত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। শূন্যপদ সংখ্যা : আটটি (উত্তরবঙ্গের আটটি থানার জন্য আটজনকে নিয়োগ করা হবে)।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বেতন : প্রতি মাসে বেতন ৩৫,০০০ টাকা। কাজ ও উপস্থিতির উপর ভিত্তিতে বছরে ১,০০০ টাকা বেতন বাড়ার সুযোগ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা :১) B.E/B.Tech/MCA হতে হবে। বা ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ে সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
অথবা
২) BCA/ B.Sc. ডিগ্রি থাকলেও হবে। সেক্ষেত্রে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবেদনের প্রক্রিয়া :১) http://www.wbpolice.gov.in ও www.banglarmukh.gov.in-তে যান।
২) ইচ্ছুক প্রার্খীরা নির্দিষ্ট ফরম্যাটে নিজেদের Resume পাঠান।
৩) [email protected] বা [email protected]তে মেল করুন।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষার পর প্রার্থীদের প্র্যাকটিকাল পরীক্ষায় ডাকা হতে পারে। যাঁরা যোগ্যতামান পেরোবেন, তাঁদের ইন্টারভিউয়ে ডাকা হবে।আবেদনের শেষ তারিখ : ৬ মার্চ, ২০২০।

RELATED ARTICLES

Most Popular