Homeএখন খবরক্লাশ এইট পাশ করলেই আবেদন করতে পারেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে, বেতন...

ক্লাশ এইট পাশ করলেই আবেদন করতে পারেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে, বেতন প্রায় ২৬হাজার

নিজস্ব সংবাদদাতা: মাত্র ক্লাশ এইট পাশ করলেই আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের কারন খুব শীঘ্রই ৩০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর। মুলতঃ ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন । ইচ্ছুক চাকুরি প্রার্থীদের ৪ঠা মার্চয়ের মধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
পদের নাম: ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা: ক্লাস এইট পাশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যান্য যোগ্যতা:
ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক এবং সেইসঙ্গে পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। পাশাপশি গাড়ি মেরামতের সাধারন জ্ঞান ও ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতনক্রম:২২৭০০ টাকা থেকে অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে সব মিলিয়ে ২৫৯২৪ টাকা। বয়স: ১লা জানুয়ারি, ২০২০ হিসাবে সর্বোচ্চ সী ৪০ বছর।তবে তপশিলি জাতি উপজাতি দের ক্ষেত্রে পাঁচ বছরেr ছাড় এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী থেকে তিন বছরের. অর্থাৎ তাঁদের ক্ষেত্রে যথাক্রমে ৪৫ ও ৪৩ বছর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবেদনের জন্য ১৬০টাকা জমা দিতে হবে গভর্মেন্ট রিস্পিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে ব্যাংকে (পশ্চিমবঙ্গ সরকারের হেড অফ একাউন্ট পশ্চিমবঙ্গ সরকারের হেড অফ একাউন্ট ০০৫১-০০-১০৪-০০২-১৬)
আবেদনের ঠিকানা: বেনফিশ টাওয়ার,  প্রথম ও দ্বিতীয় তল,  জি.এন ৩১, সেক্টর ৫,সল্টলেক, কলকাতা ৯১।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিয়োগ পদ্ধতি:আবেদনকারীদের প্রথমে একটি ড্রাইভিং টেস্ট দিতে হবে। সেখান থেকে মোট শূন্য পদের তিনগুণ আবেদনকারীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে । ড্রাইভিং টেস্টের জন্য ৮৫ নম্বর এবং  ইন্টারভিউ ১৫ নম্বর বরাদ্দ রয়েছে। আবেদনের শেষ তারিখ ৪-৩-২০২০। বিস্তারিত জানতে লগ ইন করুন এই ঠিকানায়া www.wbhrb.in । 

RELATED ARTICLES

Most Popular