Homeএখন খবরবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে গোপীবল্লভপুরের সবজি চাষিরা

বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে গোপীবল্লভপুরের সবজি চাষিরা

নিজস্ব সংবাদদাতা:আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ শনিবার সকাল থেকে বৃষ্টির দাপট কমেছে। আকাশ মেঘলা থাকলেও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় বৃষ্টি তেমন হয়নি। কিন্তু বৃষ্টির চাষিদের ভাবাচ্ছে ফসলের ক্ষতির ভাবনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কারণ গোপীবল্লভপুর এর পিড়াশিমূল, আলমপুর ,টোপগেড়িয়া এলাকায় ব্যাপক হারে সুবর্ণরেখা তীরবর্তী অঞ্চলে শীতের সব্জী চাষ হয়। সেই সব্জী যেমন ফুল কপি এবং বাঁধা কপির গাছগুলো নেতিয়ে পড়েছে।এই পূর্ণ বয়স্ক সব্জী নষ্টের মুখে পড়ায় এলাকার চাষিরা চিন্তার মধ্যে পড়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে সাধারণ মানুষের ও ভাবনা কয়েকদিন পর ভাইফোঁটা আর তাতে সব্জীর দাম বাড়লে পরবের সময় গাঁটের কড়ি বেশি খরচ করতে হবে।আবার বৃষ্টির ফলে গোপীবল্লভপুর এলাকায় পাকা আউশ ধান যেমন নষ্ট হচ্ছে মাঠে তেমন আমন ধানের গাছও ধানে থোড় আসার সময় জলের মধ্যে পাল্টি খেয়ে নষ্ট হচ্ছে। এলাকার চাষি সরোজ পৈড়া বলেন- আমার মাঠের অনেকটাই ধান জলের মধ্যে পড়ে গেছে,যা থেকে আর ফলনের আশা করা যায় না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

RELATED ARTICLES

Most Popular