Homeরাজ্যউত্তরবঙ্গস্ত্রীকে খুন করে ২২ টুকরো করে ৩০কিলোমিটার জুড়ে ছড়ানোর ঘটনার ১৪বছর পর...

স্ত্রীকে খুন করে ২২ টুকরো করে ৩০কিলোমিটার জুড়ে ছড়ানোর ঘটনার ১৪বছর পর যাবজ্জীবন শিক্ষকের

নিজস্ব সংবাদদাতা: স্ত্রীকে খুন করার পর করা হয়েছিল ২২ টি টুকরো আর প্রমান লোপাটের জন্য সেই ২২টুকরো ৩০কিলোমিটার জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে  রেখে দেওয়া হয়েছিল । ১৪ বছর আগের সেই নৃশংস ঘটনায় দোষি সাব্যস্ত শিক্ষক মহিদুর আলম এবং খুনে সহায়তা করার জন্য শিক্ষকের  মা ও দিদিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিল উত্তর দিনাজপুর জেলা আদালত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বভাবতই সাজা ঘোষনার পর খুশী মৃতার স্ত্রীর পরিবারের লোকেরাও।  রায়গঞ্জের সরকারী স্কুলের ইংরেজি শিক্ষক। তার  বিরুদ্ধে খুনের অভিযোগের সাজা শোনার জন্য রায়গঞ্জ জেলা আদালতে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো।  উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কেউটালের বাসিন্দা রায়গঞ্জের  শিক্ষক এনং রায়গঞ্জ কলেজের পার্ট টাইম লেকচারার মহিদুর আলমের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ওই কলেজেরই ছাত্রী কালিয়াগঞ্জের বাসিন্দা সাবিনা খাতুনের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁরা দুইজনে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর তাঁরা রায়গঞ্জ করোনেশন স্কুলের পাশে একটি বাড়ি ভাড়া থাকতেন।  অভিযোগ বিয়ের কিছুদিন পরেই ২০০৫ সালের ২৩ সেপ্টেম্বর বাপের বাড়ি কালিয়াগঞ্জ যাওয়ার নাম করে বেড়িয়ে নিখোঁজ হয়ে যান সাবিনা বেগম। এরপর পরিবারের লোকেরা  কালিয়াগঞ্জ থানায় নিখোঁজ  ডায়েরি করে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিছুদিন পর সাবিনা বেগমের দেহের বিভিন্ন অংশ রায়গঞ্জ ও কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকা থেকে  উদ্ধার করে পুলিশ। অভিযোগ, স্ত্রী সাবিনা বেগমকে খুন করে ২২ টি টুকরো করে প্রমান লোপাটের  করার জন্যই  ত্রিশ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে দেয় অভিযুক্ত শিক্ষক মহিদুর আলম। তার এই নৃশংস হত্যাকান্ডের জন্য সাহায্য করে তার মা  মইয়ম বেগম ও তার বোন নূর নেহা বেগম।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জের কালুপুকুরের জলে একটি মাথা উদ্ধার হয়। এরপর ধীরে ধীরে রায়গঞ্জ, কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গা থেকে সাবিনার শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। এরপরই ওই দেহের টুকরো অংশ গুলি জলপাইগুড়ি ফরেন্সিক ল্যাবরেটরিতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তদন্তের রিপোর্ট আসার পর  মৃতদেহ সনাক্ত করার  পরই অভিযুক্ত শিক্ষক মহিদুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ ধৃতের বিরুদ্ধে ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা রুজু করে। ১৪ বছর ধরে এই কেস চলার পর আজ বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ফার্স্ট ট্র‍্যাক দ্বিতীয় আদালতের বিচারক বিনয় কুমার প্রসাদ অভিযুক্ত শিক্ষক মহিদুর আলম, নইয়ম বেগম, ও নূর নেহা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার সাজা ঘোষনা করেন। যদিও অভিযুক্ত শিক্ষক মহিদুর বলেন তার প্রতি অন্যায় বিচার করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular