Homeএখন খবরস্বামীজীর ১৫৮তম জন্মদিবসে বর্ণময় কর্মকাণ্ড মেদিনীপুর ছাত্র সমাজের

স্বামীজীর ১৫৮তম জন্মদিবসে বর্ণময় কর্মকাণ্ড মেদিনীপুর ছাত্র সমাজের

 নিজস্ব সংবাদদাতা: যুক্তিবোধ আর কর্ম, ত্যাগ আর তিতিক্ষাই ছিল যাঁর আদর্শ সেই মতাদর্শ ও কর্মপন্থা নিয়েই ছ’বছর আগে যাত্রা শুরু করেছিল মেদিনীপুর ছাত্র সমাজ। মেদিনীপুর শহরে বিভিন্ন মহাবিদ্যালয় কিংবা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি আর্তজনের সেবায় নিবেদিত প্রান, বহু কর্মকাণ্ডের স্বাক্ষী সেই মেদিনীপুর ছাত্র সমাজ রবিবার উদযাপন করল স্বামীজীর জন্মদিবস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশ্ববরেণ্য এই মনীষা বীর সন্ন্যাসীর ১৫৮ তম জন্মদিবসে বিগত বছরগুলির কর্মকান্ডগুলিকে ট্যাবলোর আকার দিয়ে তাঁর ভাবাদর্শকে “সদভাবনা যাত্রা”র মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বর্নাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শহর পরিক্রমা করল মেদিনীপুর ছাত্রসমাজ। সেই সাথে বীর শহীদ মাস্টারদা সূর্য সেনের ৮৭তম আত্মবলিদান দিবসও যথপোচিত মর্যাদায় স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্পাদক চন্দন রায়,

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেদিনীপুর জেলা ভোলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের চেয়ারম্যান অসীম ধর,ভয়েস অফ মিদনাপুরের সম্পাদক শিবদেব মিত্র,অটিজম কেয়ারের বুদ্ধদেব কর,ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, সম্পাদক রাজকুমার বেরা,সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সহ সম্পাদক অনিমেষ প্রামানিক, শিক্ষক গিরিধারী মাইতি ও বাসুদেব মাকড় সহ একঝাঁক ছাত্র-ছাত্রীগণ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিশেষে সম্পাদক বলেন,” বর্তমান প্রজন্মকে ঐক্য,শান্তি,সেবা মূলমন্ত্রে জাগরিত করে মানবধর্মের সঠিক পথে চালনা করাই আমরা অঙ্গীকারবদ্ধ।” সভাপতি বলেন,”ভারতবর্ষের পুরাতনি সভ্যতা,কৃষ্টি,সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আজকের দিনেও বিবেকানন্দ প্রাসঙ্গিক।”

RELATED ARTICLES

Most Popular