Homeএখন খবরWhatsApp- এ কোনও বিশেষ চ্যাট ডিলিট না করেই লুকিয়ে রাখতে চান? রইল...

WhatsApp- এ কোনও বিশেষ চ্যাট ডিলিট না করেই লুকিয়ে রাখতে চান? রইল টিপস

টেক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে WhatsApp- এর জনপ্রিয়তা কতখানি তা আর নতুন করে বলার নেই সাধারণ মানুষের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অন‍্যতম মাধ্যমে পরিণত হয়েছে এটি। শুরুর দিকে শুধুমাত্র তরুণ প্রজন্মদের এই অ্যাপটি ব‍্যবহার করতে দেখা গেলেও আজকের দিনে দাঁড়িয়ে সকল বয়সের মানুষ যেমন গৃহবধূ থেকে শুরু করে অফিস ও ব‍্যবসায়িক প্রতিষ্ঠান পর্যন্ত এর মাধ্যমে তাদের কাজ চালায়। আর ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই নিত্যনতুন ফিচার যোগ করা হচ্ছে WhatsApp-এ।

সম্প্রতি ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই WhatsApp- এ ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার যোগ করা হয়েছে, যার ফলে স্মার্টফোন আনলক করার মতোই WhatsApp খোলার জন‍্য‌ও ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। কিন্তু যদি কখনও এমন হয় যে আপনি কোনও একটি নির্দিষ্ট চ‍্যাট সবার থেকে গোপন রাখতে চান আবার সেটি ডিলিট‌ও করতে চান না, তখন? চিন্তা নেই সেই পদ্ধতিও রয়েছে। আজ এমনই এক পদ্ধতি সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যার মাধ্যমে আপনারা আপনাদের ব‍্যক্তিগত চ‍্যাট ডিলিট না করেও সবার থেকে লুকিয়ে রাখতে পারবেন, আপনার যতক্ষণ ইচ্ছা, ততক্ষণ। কেউ যদি আপনার WhatsApp ওপেন‌ও করেন তবুও তিনি সেই বিশেষ চ‍্যাট দেখতে পারবেন না।

WhatsApp- এর এই বিশেষ ফিচারের নাম “Archive”। এমন অনেক মানুষ আছেন যারা WhatsApp- এ এই অপশন আগেই দেখেছেন কিন্তু এর ব‍্যবহার জানেন না। আজ আমরা আপনাদের জানাবো কীভাবে WhatsApp- এর কোন চ‍্যাট ডিলিট না করে Archive অপশন ব‍্যবহার করে লুকিয়ে রাখা যায়।

Android ব্যবহারকারীরা জেনে নিন কীভাবে লুকিয়ে রাখবেন ব্যক্তিগত চ্যাট-
সবার আগে WhatsApp ওপেন করুন এবং সেই নির্দিষ্ট চ‍্যাটে যান যেটি আপনি সবার চোখের আড়ালে রাখতে চাইছেন।

সেই চ‍্যাট বা কন্ট‍্যাক্টটি ওপেন করতে হবে না, সেটি সিলেক্ট করে লং প্রেস করুন।

চ‍্যাট সিলেক্ট হলে ওপরে একটি ফোল্ডার আইকন আসবে (বুঝতে অসুবিধা হলে নিচে দেওয়া ফোটো দেখুন)

এই আইকনে ক্লিক করলেই সেই চ‍্যাটটি Archive হয়ে যাবে।

এতদূর করার পর‌ই সেই কন্ট‍্যাক্টটি চ‍্যাট লিস্ট থেকে অদৃশ্য হয়ে যাবে এবং WhatsApp- এ যতই স্ক্রল করুন না কেন সেই চ‍্যাটটি আর পাবেন না।

কীভাবে চ্যাটটি লিস্টে পুনরায় ফিরিয়ে আনবেন-
যখন আপনার মনে হবে এখন সুরক্ষিত বা সেই ব‍্যক্তির সঙ্গে চ‍্যাট করতে চান তখন স্ক্রল করে একদম নিচে চলে যান।

একদম শেষ চ‍্যাটের নিচে ছোট করে “Archived” লেখা দেখতে পাবেন।

এটিই সেই অপশন, যার মধ্যে আপনার ব্যক্তিগত চ‍্যাটটি লুকিয়ে রাখা আছে।

এই লেখাটিতে ট‍্যাপ করুন, আপনার সেই চ‍্যাটটি দেখা যাবে যেটি আপনি লুকিয়ে রেখেছেন।

কন্ট‍্যাক্ট চ‍্যাট বক্সটি লং প্রেস করুন, ওপরে Unarchive ফোল্ডারের আইকন দেখা যাবে।

এই আইকনে ক্লিক করলেই সেই লুকিতে রাখা চ‍্যাট আবার চ‍্যাট লিস্টে চলে আসবে।

কী ভাবছেন, দেখবেন না কি একবার ট্রাই করে!

RELATED ARTICLES

Most Popular