Homeএখন খবরশীতের কাঁপান শুরু খড়গপুর, মেদিনীপুর সহ দক্ষিনবঙ্গে

শীতের কাঁপান শুরু খড়গপুর, মেদিনীপুর সহ দক্ষিনবঙ্গে

নিজস্ব সংবাদদাতা: ডিসেম্বরের শুরুতেই কাঁপন শুরু খড়গপুর, মেদিনীপুর সহ দক্ষিনবঙ্গে। বুধবার মধ্য রাতের পর দুই শহরের তাপমান ১২ডিগ্রি ছুঁয়ে গেছে বলে জানা যাচ্ছে। জানা গেছে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার ফের নেমেছে তাপমাত্রার পারদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, খড়গপুর আইআইটি এবং কলাইকুন্ডার বিমান ঘাঁটি সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাওয়া অফিস অবশ্য আগেই জানান দিয়েছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে। মিলে গেল সেই পূর্বাভাসই। বৃহস্পতিবার দুই শহরের তাপমাত্রা কমে দাঁড়াল ১৩ ডিগ্রিরও নিচে। দুই শহর ছাড়াও  গোটা দক্ষিনবঙ্গ জুড়েই চলছে ব্যাপক ঠান্ডার দাপট।   গত মঙ্গলবারই একধাক্কায় তাপমাত্রার পারদ নেমেছিল আড়াই
ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কোঠায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দীর্ঘ প্রতীক্ষার পর শীতের আমেজ উপভোগ করতে পেরেছিল খড়গপুর ও মেদিনীপুরবাসী । বুধবার বইতে শুরু করে হিমেল উত্তুরে হাওয়া।  তাপমাত্রা নামতে শুরু করে।  বৃহস্পতিবার সকাল থেকেই বাড়তে থাকে উত্তুরে হাওয়া। আর তার জেরে কাঁপন শুরু দুই শহরে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, হিসেব অনুযায়ী আজ মরশুমের শীতলতম দিন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার সকালে খড়গপুরের  সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস, যা ডিসেম্বরের প্রথম সপ্তাহ অনুযায়ী স্বাভাবিক। তাহলে  কি অচিরেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিনবঙ্গে ? তা অবশ্য এখনই স্পষ্ট করে বলা সম্ভব হয়নি আবহাওয়া দপ্তরের তরফে। সময় লাগবে আরও কিছুটা। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রার সেরকম হেরফের হবে না বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। 

RELATED ARTICLES

Most Popular