Homeআবহাওয়াপারদ নামছে! খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের গায়ে চাদর, শীত থাকবে চারদিন

পারদ নামছে! খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের গায়ে চাদর, শীত থাকবে চারদিন

নিজস্বসংবাদদাতা:কালী পুজোর পর সেই যে আসি বলে রওনা দিয়েছিল আর আসার নাম নেই। লেপ তোষক চাদর সোয়েটার রোদ খাইয়ে ফের প‍্যা‍ঁটরা বন্দি করতে হয়েছে। টানা ১৪দিন সেই অবস্থা কাটিয়ে ফের শীতের খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে। নগর কলকাতার একেবারে ভেতরে ছাড়ার সর্বত্রই এই আমেজ অনুভূত হয়েছে রবিবার বিকাল থেকেই কারন একইসঙ্গে নেমেছে দিন ও রাতের তাপমাত্রা। তবে আবহাওয়াবিদরা বলছেন এবার দিন চারেকের অতিথি হয়েছে শীত। শুক্রবার থেকে ফের পারদ চড়বে, বাড়বে তাপমাত্রা।

শুক্রবার ও শনিবার মেঘলা ছিল আকাশ। বৃষ্টিও হয়েছিল খড়গপুর, মেদিনীপুরে। জেরে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নেমেছিল প্রায় ৭ ডিগ্রি। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ও নামল আড়াই ডিগ্রি। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা নামায় শীতের আমেজ। আজ অর্থাৎ সোমবার থেকে মেঘমুক্ত আকাশ। ফলে পারদ নামবে আরও অনেকটা। এবার তাপমাত্রার এই হেরফেরটা বুঝে নেওয়া যাক।

সোমবার সকালে খড়গপুরে তাপমাত্রা অনুভূত হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ রবিবার সকালে যা ছিল ১৫ ডিগ্রি।গতকাল মেদিনীপুর শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.০১ডিগ্রি সেলসিয়াস আর আজ সকালে অনুভূত হয়েছে ১৩ডিগ্রি। অন্যদিকে ঝাড়গ্রামে তাপমাত্রা গতকালের চেয়ে ৩ডিগ্রি কমে আজ সকালে ১১ডিগ্রির ঘর ছুঁয়েছে।

আগামী ৩দিনে এই তাপমাত্রা আরও ৫ থেকে ৩ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। তবে শুক্রবার থেকে ফের পারদ চড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের অনুমান। যেমন IIT-Kharagpur ক্যাম্পাস ওয়েদার রিপোর্টে বলা হচ্ছে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। কারন হিসাবে বলা হচ্ছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা। এই সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এবং ক্রমশ এটি ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করবে।

ভারত মহাসাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী ২৪ ঘণ্টায়। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। এরফলে উত্তুরে বাতাস যা কিনা এখন প্রায় ১৪কিলোমিটার প্রতি ঘন্টায় বইছে তা থমকে যাবে এবং গরম বাড়বে। এছাড়াও ওড়িশায় একটি ঘূর্ণাবত ক্রমশ শক্তিশালী হচ্ছে যা শীতের হাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে শীত ফের ছুটিতে যেতে পারে। তবে মাঝের কটা দিন শীতের একটা মহড়া হয়ে যাক। কারন এবার নাকি কড়া শীত পড়বে।

RELATED ARTICLES

Most Popular