Homeএখন খবরধুম বৃষ্টিতে খড়গপুর মেদিনীপুরের জ্বর নামল ৫ডিগ্রিরও বেশী, নিম্নচাপের হাত ধরেই কাল...

ধুম বৃষ্টিতে খড়গপুর মেদিনীপুরের জ্বর নামল ৫ডিগ্রিরও বেশী, নিম্নচাপের হাত ধরেই কাল মৌসুমী বায়ু বঙ্গে

নিজস্ব সংবাদদাতা: বুধবার যদি বৃষ্টিরর স্ট্রাটাপ ছিল তো বৃহস্পতিবার পেট ভরিয়ে খাইয়ে দেওয়ার মতই। বৃহস্পতিবার মেদিনীপুর ও খড়গপুর সংলগ্ন এলাকার আবহাওয়ায় তুমুল পরিবর্তন ঘটিয়ে দিল এদিনের বৃষ্টি। দুপুর থেকে চলতে থাকা বৃষ্টির ফলে দুই শহরের তাপমাত্রা এদিন ৫ ডিগ্রিরও নিচে নেমে গেছে। বুধবার যেখানে দুই শহরের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৩৬ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ছিল বৃহস্পতিবার তা নেমে দাঁড়িয়েছে ৩১ডিগ্রিতে। বৃহস্পতিবার রাতের দিকে তাপমাত্রা আরও নিচে নেমে ২৬ডিগ্রিতে চলে আসার কথা। ফলে হালকা ঠান্ডা অনুভূত হওয়ার কথা। সব মিলিয়ে এদিন ঘাম ঝরিয়ে জ্বর নেমেছে দুই শহরের।

বুধবার যে অস্বস্তিসূচক স্পষ্ট হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যান কিংবা আইআইটি খড়গপুরের ক্যাম্পাস ওয়েদার রিপোর্টে বৃহস্পতিবার তা অনেকখানি উধাও। কিন্তু ভ্যাপসা গরম এখনও বিরাজমান। বাতাসে চূড়ান্ত পরিমান আর্দ্রতা বিরাজ করছে। রাতের দিকে তাপমান ২৬ডিগ্রিতে নামতে পারে বলে অনুমান করা হয়েছে এই। এখানেও বাতাসে আর্দ্রতার পরিমান একটু কম হয়েছে গতকাল যা ৯১% ছিল আজ তা ৮৯%। ফলে সামান্য অস্বস্তিও অনুভূত হচ্ছে আর একারনেই আরও বৃষ্টির সম্ভবনা থেকে যাচ্ছে।
বৃহস্পতিবার যে বৃষ্টি খড়গপুর বা মেদিনীপুর শহরকে ভাসিয়েছে তা অবশ্য বর্ষা নয়, বঙ্গপোসাগরে ঘনীভূত নিম্নচাপ।পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ । এর প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় ভারী বৃষ্টি। প্রভাব পড়তে পারে এ রাজ্যেও। উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বর্ষণের সম্ভবনা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত ফের অস্বস্তি আরও বাড়বে। শুক্রবারের মধ্যেই রাজ্যে বর্ষা অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার কোচবিহারে হবে প্রবল বৃষ্টি, পরবর্তী ৪৮ ঘণ্টায় দার্জিলিং সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।দু একটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো কিছুটা এগিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে।মায়ানমারের কিছু অংশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।এরপর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে দিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। অন্যদিকে মহারাষ্ট্র. কর্ণাটক, তেলেঙ্গানা পর্যন্ত এগিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরেকটি দিক।৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ওড়িষা ও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত।আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আরও ঘনীভূত হবে।পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে একটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ রয়েছে।এর ফলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের এই দুই উপকূলে যেতে নিষেধ করা হয়েছে এখানে সমুদ্র উত্তাল থাকবে। তবে মৌসুমী বায়ু ঢুকলেই যে ভারী বৃষ্টি এখুনি শুরু হয়ে যাবে এমনটা মনে করছেননা আবহাওয়াবিদরা। তার আরও একটু দেরি আছে।                              প্রচ্ছদ -অচিন্ত্য ত্রিপাঠী

RELATED ARTICLES

Most Popular