Homeএখন খবরশুক্রবারও বৃষ্টি চলবে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে জানালো হাওয়া অফিস, শনিবার আশার আলো

শুক্রবারও বৃষ্টি চলবে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে জানালো হাওয়া অফিস, শনিবার আশার আলো

নিজস্ব সংবাদদাতা : বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার ঝাঁপিয়ে পড়েছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে। দফায় দফায়  বেড়েছে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি প্রায় সারাদিনই নাগাড়ে ঝিরঝির করে বৃষ্টি চলছে। বৃষ্টিতে জনজীবন যেমন বিপর্যস্ত তেমনই চাষের ক্ষতির আশংকায় আর এরই মধ্যে আশংকা জাগিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার বৃষ্টির পরিমাণ এবং স্থায়িত্ব আরও বাড়বে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ। তার জেরেই আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জেলায়। কারণ বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প পূর্ণ বাতাস ঢোকার পরিমাণ বেড়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহার ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে ২৬ তারিখ শনিবার থেকে সে ভাবে আর কোনও সতর্কতা জারি নেই। বরং কমবে বৃষ্টির পরিমাণ। আর কালীপুজোতে পরিষ্কার আকাশ দেখা যাবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সুতরাং আরও অন্ততঃ একটা দিন বৃষ্টি ভেজা দিন কাটবে দক্ষিনবঙ্গের। 

RELATED ARTICLES

Most Popular