Homeএখন খবরকরোনা সতর্কতা! সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা রাজ্যের

করোনা সতর্কতা! সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা রাজ্যের

নিজস্ব সংবাদদাতা:করোনা সংক্রমন এড়াতে সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে এবার পশ্চিমবঙ্গেও স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা করল সরকার। আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩১শে মার্চ অবধি এই নির্দেশ বলবৎ থাকছে বলে জানানো হয়েছে। এরই পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলির অভ্যন্তরীন পরীক্ষাগুলিও বাতিল করা হয়েছে। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের শুরু হওয়া পরীক্ষা অর্থাৎ দ্বাদশ ও একাদশ শ্রেনী ইত্যাদি বোর্ডের পরীক্ষাগুলি নির্ধারিত সূচী মেনেই চলবে বলে জানানো হয়েছে।

 

ইতিপূর্বেই দেশের কয়েকটি রাজ্য যেমন তেলেঙ্গানা, ছত্তিশগড়, বিহার স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছিল। শনিবার সে পথেই হাঁটল পশ্চিমবঙ্গও। রাজ্য সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজ এবং পাশাপাশি এসএসকে, এমএসকে গুলিও ৩১এ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
এমনি তেই ইউজিসির নিয়ম মেনে গতকাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্মচারীদের উপস্থিতি নির্ধারক বায়োমেট্রিক ব্যবস্থার বদলে সাধারন খাতায় হাজিরা নেওয়া ও সমস্ত সেমিনার বন্ধ করার কথা ঘোষনা করলেও রাজ্য সরকারের নির্দেশ না থাকায় সম্পুর্ন ছুটি ঘোষনা করতে পারেনি। শনিবার সরকারি ঘোষনায় সেই জটিলতা দুর হয়ে গেল। শুক্রবারই এ রাজ্যে অবস্থিত আইআইটি তাদের ক্লাশ বন্ধ করে দিয়ে অন লাইন পাঠক্রম চালু করেছে।

 

 

শুক্রবারই করোনা সংক্রান্ত এক বিশেষ সভায় রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এবিষয়ে সম্পূর্ণভাবে কেন্দ্রের সাথে সহযোগিতা করেই চলবেন। তিনি বারবারই জমায়েত থেকে দুরে থাকতে এবং বার বার হাত মুখ ধুতে অনুরোধ করেন বাংলার মানুষকে। এ বিষয়ে কেন্দ্রের অ্যাডভাইসরি মেনে চলার কথাও জানান। বিধানসভাতেও স্পিকার বেশি মানুষকে একসাথে না যাওয়ার জন্য নির্দেশ জারি করেছেন। সব মিলিয়ে রাজ্য সরকার কোমর বেঁধে করোনার প্রতিরোধে নেমেছে।
সারা পৃথিবীর পাশাপাশি ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে এর উৎস চীনে আক্রান্তের হার কমছে ধীরে ধীরে। কিন্তু উল্টো দিকে ইউরোপে ক্রমশই করোনা অতীব মহামারী বা প্যানডেমিক অবস্থার সৃষ্টি করছে। ফ্রান্স সম্পূর্ণভাবে বাইরের দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। ভারত সরকারও এই মুহূর্তে দেশে হতে চলা সমস্ত অনুষ্ঠান, খেলা প্রভৃতি বাতিল করেছে। প্রসঙ্গত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ বাতিল হয়ে গেছে, পিছিয়ে যাচ্ছে আইপিএল। সাথে সাথেই বাঙালির আবেগের ইস্টবেঙ্গল মোহনবাগানের আইলিগের ডার্বিও পিছিয়ে গেছে।

RELATED ARTICLES

Most Popular