Homeএখন খবরজ্যোতিরাদিত্যর পর কী সচিন পাইলট? মধ্যপ্রদেশের পর কী এবার পেছনের দরজা দিয়ে...

জ্যোতিরাদিত্যর পর কী সচিন পাইলট? মধ্যপ্রদেশের পর কী এবার পেছনের দরজা দিয়ে রাজস্থানেও ক্ষমতা দখল বিজেপির

বিশেষ সংবাদদাতা: মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি কী এবার রাজস্থানে? নিজের অনুগামী বিধায়কদের সঙ্গে নিয়ে রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী তথা তরুণ কংগ্রেস নেতা সচিন পাইলটের দিল্লি আসার পর এই প্রশ্ন ও জল্পনা চলছে । রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিবাদ দীর্ঘদিনের। দুজনের মধ্যে যে কেমন সম্পর্ক তা কারোর অজানা নয় । সম্প্রতি নানা কারণে দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততা আরও বেড়েছে। এর মধ্যেই শনিবার নিজের অনুগামী বিধায়কদের সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছেন সচিন পাইলট। অন্যদিকে, শনিবারই অশোক গেহলট অভিযোগ করেছেন যে করোনা আবহের মধ্যে রাজস্থানে কংগ্রেসের সরকার ফেলে দিতে ছক কষছে বিজেপি। এই জন্য অনেক কংগ্রেসের বিধায়ককে দশ থেকে পনেরো কোটি টাকা দেওয়ার টোপ দেওয়া হয়েছে ।

শনিবার জয়পুর থেকে দিল্লি চলে এসেছেন সচিন পাইলট। দেখা করেছেন কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেলের সঙ্গে । জানা গিয়েছে যে সচিনের মূল ক্ষোভ অশোক গেহলটের সম্পর্কে। রাজস্থানে কী হচ্ছে, রাজনৈতিক অবস্থা কি তা নিয়ে আহমেদ প্যাটেলকে জানানোর সঙ্গে অশোক গেহলটের বিরুদ্ধে তার কী কী অভিযোগ তাও জানিয়েছেন সচিন ।

এই সঙ্গে জানা গিয়েছে যে রাজস্থানের তরুণ কংগ্রেস নেতা সচিন পাইলটের যে সব দাবি আছে তা বহুবার বলার পরেও কোনও রকম আমল দেয় নি হাই কমান্ড ও শীর্ষ কংগ্রেস নেতৃত্ব । এই নিয়ে কংগ্রেসের ওপর বীতশ্রদ্ধ সচিন পাইলট।

অন্যদিকে শনিবার রাতে নিজের বাসভবনে দলের বিধায়ক, ক্যাবিনেট মন্ত্রী দের সাথে বৈঠক করেন অশোক গেহলট। তার প্রতি তাদের যে পূর্ণ সমর্থন রয়েছে তা লিখে দিতে বলেন তিনি ।

কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে যে রাজস্থানের পুরো পরিস্থিতি নিয়ে নজর রাখছেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী । নজর রাখছেন কংগ্রেসের শীর্ষ নেতারাও। কারণ তারাও চাইছেন না যে মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি হোক রাজস্থানে । তাই হাত শক্ত করে রাখার চেষ্টা করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ।

মধ্যপ্রদেশের মতো গত বিধানসভা নির্বাচনে রাজস্থানেও বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন কমল নাথ

এই বছর দোলের সময় কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দেন ‘ টিম রাহুল গান্ধী র’ অন্যতম সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । তার সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপি দলে চলে আসেন তার অনুগামী বিধায়করা । পতন ঘটে কমলনাথ সরকারের । জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের ক্ষমতা ফের দখল করে বিজেপি ।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস ক্ষমতা দখল করে । সচিন পাইলট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী হতে। কিন্তু দলের নেতৃত্ব ভরসা রাখেন প্রবীণ রাজনীতিবিদ অশোক গেহলটের ওপর। তাকে মুখ্যমন্ত্রী করে সচিন কে উপ মুখ্যমন্ত্রী করা হয় ।

রাজস্থানের এই দুই কংগ্রেস নেতার মধ্যে ফের নানা কারণে বিরোধ সৃষ্টি হয়েছে। তার ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি । এমনকি অশোক গেহলটের শিবিরের দাবি, বিজেপি নেতারা গোপনে যোগাযোগ রেখে চলেছেন সচিন পাইলটের সঙ্গেও ।

এরই মধ্যে সপার্ষদ দিল্লিতে এসেছেন সচিন পাইলট। যিনিও টিম রাহুল গান্ধী র অন্যতম সদস্য । এই বার তার গতিবিধি কোন দিকে যাচ্ছে তার দিকে নজর রাখছে দেশের রাজনৈতিক মহল ।

RELATED ARTICLES

Most Popular