Homeএখন খবরগরিব এলাকা গুলিতে হেলিকপ্টারে করে টাকা ফেলবে মোদি সরকার? সত্যিটা জানুন

গরিব এলাকা গুলিতে হেলিকপ্টারে করে টাকা ফেলবে মোদি সরকার? সত্যিটা জানুন

ডিজিটাল ডেস্ক: হেলিকপ্টারে করে এবার সমস্ত গরিব গ্ৰামগুলিতে টাকা ফেলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হে এই রকমেই একটি খবর হোয়াটসঅ্যাপ ঘুরে বেড়াচ্ছে।

যেহেতু দেশজুড়ে লকডাউনের আর এই সহয়ে কেও কাজেও বেরোতে পারছেন না। গরিব মানুষদের হাত প্রায় ফাঁকা এই জন্যই নাকি এই ব্যবস্থা তো চলুন জেনে নেওয়া যাক এই খবরের সত্যতা

এটি সম্পূর্ণ ভুয়ো খবর এবং সরকার এই জাতীয় কোনও ঘোষণা এখনও পর্যন্ত করেনি। এমনকী প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে তাঁর শেষ ভাষণকালেও এই সংক্রান্ত কোনও ঘোষণা করেননি।

তাঁর শেষ ভাষণে লকডাউন কেবলমাত্র ৩রা মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করতে দেখা যায়। বৃহস্পতিবার ‘কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো’-র তরফে সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। এবং পিআইবির তরফ থেকে সবাইকে জানানো হয়েছে যে তারা যাতে এইরকম খবরের সত্যতা না জেনে ফরোয়ার্ড না করেন

 

সংস্থার তথ্য যাচাইকারী অ্যাকাউন্ট (PIBFactCheck) থেকে একটি টুইটবার্তায় জানানো হয় যে সরকার এরকম কোনো কাজ করছে না এই খবর টি সম্পুর্ন মিথ্যে গুজব সাম্প্রতি হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের গুজব শোনা গেছে যেমন গরম জল খেলেই ধ্বংস হবে করোনা আবার জনতা কারফিউ এর দিন এরকম একটা মেসেজ ভাইরাল হয়েছিল যেখানে বলা হচ্ছিল যে বিকেল ৫ টার পর এরোপ্লেনে
করে করোনা মারার ওষুধ ছড়াবে ইত্যাদি এবং হোয়াটসঅ্যাপও তাদের নানা রকমের আপটেড আনছে এইরকমের ভুয়ো খবর আটকাতে।

RELATED ARTICLES

Most Popular