Homeপ্রযুক্তিশান্তি বজায় রাখার আর্জি, বদলাল WhatsApp গ্রুপের সেটিং

শান্তি বজায় রাখার আর্জি, বদলাল WhatsApp গ্রুপের সেটিং

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখছে নিরাপত্তা এজেন্সি ৷ ফেসবুক ও বাকি সোশ্যাল মিডিয়ায় হওয়া অ্যাক্টিভিটির ট্র্যাক রাখা হচ্ছে ৷ যদি কেউ হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ার উস্কানিমূলক মেসেজ পাঠায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ আগাম সতর্কতার জেরে শনিবার একাধিক WhatsApp গ্রুপ ‘Only Admin’ মোড করে দেওয়া হয়েছে ৷ এর জেরে কেবল গ্রুপ অ্যাডমিন মেসেজ পাঠাতে পারবেন


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অযোধ্যা মামলার রায় ঘোষণার দিন জানা যেতেই হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠিয়ে আবেদন জানানো হয় যে আগামী কয়েকদিন গ্রুপের সেটিং বদলে কেবল ‘Admin Only’ করার জন্য ৷


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্য কেউ যাতে আপত্তিজনক বা উস্কানিমূলক পোস্ট না করতে পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয় ৷
শান্তি নষ্ট হতে পারে এরকম কোনও পোস্ট না করার আবেদন জানানো হয় ৷ কোনও রকম আপত্তিজনক ভিডিও, অডিও ও টেক্সট মেসেজ ভাইরাল না করারও আর্জি জানানো হয়েছে ৷


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফেক বা ভুয়ো খবর আটকানোর জন্য কয়েক মাসে আগেই হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার লঞ্চ করে ৷ এই ফিচারে সমস্ত কমান্ড অ্যাডমিনের কাছে থাকবে ৷ অ্যাডমিন ছাড়া গ্রুপে আর কেউ কোনও পোস্ট করতে পারবেন না ৷


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

RELATED ARTICLES

Most Popular