Homeটেক আপডেটকরোনাভাইরাস মোকাবিলায় বিশেষ অ্যাপ আনছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ অ্যাপ আনছে বিশ্বস্বাস্থ্য সংস্থা

ডিজিটাল ডেস্ক: যে সমস্ত দেশ এখনো করো না ট্রেসিং অ্যাপ বানাতে পারেনি সেই সমস্ত দেশ দের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি করুন অ্যাপ্লিকেশন আনতে চলেছে। কোভিড-১৯ হয়েছে কিনা তা যাচাইয়ে অ্যাপটি ব্যবহারকারীকে বিভিন্ন লক্ষণ সম্পর্কে প্রশ্ন করবে। এছাড়াও, কিভাবে টেস্ট করাতে হবে সে দিক নির্দেশনা দেবে অ্যাপটি। এতে ব্লুটুথভিত্তিক কন্ট্যাক্ট ট্রেসিং ফিচারও থাকতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ ইনফরমেশন অফিসার বার্নাড মারিয়ানো জানান, লক্ষণ শনাক্তের অ্যাপটি মে মাসের শেষ দিকে লঞ্চ করা  করা হবে। যেকোন দেশ এই অ্যাপ্লিকেশনটির সোর্সকোড নিয়ে কিছু কাস্টমাইজেশন করে তা নিজেদের দেশের জনগণের জন্য চালু করতে পারে। ঞঞ

বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, আগামী দিনগুলোতে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে সংক্রমণ আরও বাড়বে। এই অঞ্চলের দেশগুলোতে অ্যাপ তৈরি করার মতো প্রকৌশলীর অভাব রয়েছে। অনেক ক্ষেত্রে প্রকৌশলী অ্যাপ তৈরি করে দিলেও তা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। এইসব অনুন্নত দেশগুলির কথা ভেবেই তারা এই আ্যপটি তৈরি করেছে।

RELATED ARTICLES

Most Popular