Homeআন্তর্জাতিকমানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ওয়েব ডেস্ক : দেশে করোনা সংক্রমণ ক্রমশ ঊর্ধমুখী। সংক্রমণ রুখতে দীর্ঘ লকডাউনের পর আনলক ১ এর হাত ধরে ইতিমধ্যেই খুলে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সরকারি-বেসরকারি অফিস, ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তোরাঁ প্রভৃতি। স্বাভাবিক হয়ে গিয়েছে জনজীবন। তবে সরকারের তরফে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনাকে উপেক্ষা করেই ভিড় বাসে যাতায়াত করছেন, মুখে নেই মাস্ক। একই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশের। সেখানেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। জনজীবন স্বাভাবিক হওয়ায় ভয় কেটে যাচ্ছে অনেকেরই। কিন্তু এই মূহুর্তে করোনাকে অবহেলা করা একেবারেই যে উচিত নয়, তা স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এবিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর ডিজি টেডরোস জানিয়েছেন, প্রতিদিন নতুন নতুন আকার ও বিপজ্জক রূপ নিচ্ছে করোনা। সেই সাথে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে আমেরিকা ও এশিয়ায়। বাড়ছে রোগীর সংখ্যা, সেই সাথে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। গোটা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ মানুষের করোনা হয়েছে। মারা গিয়েছেন প্রায় ৪.৫৪ লক্ষ মানুষ। তাঁর দাবি এই রোগ বহু মানুষকেই আক্রমণ করবেন। সুতরাং, করোনা থেকে বাঁচতে হলে মানতে হবে সামাজিক দূরত্ব, পড়তে হবে মাস্ক, গ্লাভস।

ইতিমধ্যে গোটা বিশ্বে করোনা আক্রাতের সংখ্যা ৮৭,৫৩,৮৫৩। মৃত ৪,৬৩,২২৫। তার সুস্থ হয়ে উঠেছেন ৪৩,৩৩,৩৯১। ভারতে আক্রান্তের সংখ্যা ৪,১০,৪৬১। মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। দেশে সুস্থতা হার ইতিমধ্যেই বেড়েছে। এই মূহুর্তে ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৫.৪৯%।

RELATED ARTICLES

Most Popular