Homeএখন খবরদাঁতনের গ্রাম থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় বাঘরোল, গ্রামবাসিদের সচেতনতায় সন্তোষ বনদপ্তরের

দাঁতনের গ্রাম থেকে উদ্ধার বিলুপ্তপ্রায় বাঘরোল, গ্রামবাসিদের সচেতনতায় সন্তোষ বনদপ্তরের

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায় গ্রামবাসিদের সচেতনতায় উদ্ধার হল একটি বিলুপ্ত প্রজাতির প্রানী বাঘরোল বা মেছোবেড়ালের। সাধারন ভাবে  ফিশিংক্যাট বলে এই প্রানীটি ২০১৬সাল থেকেই বিলুপ্তপ্রায় প্রানীর তালিকায় নিবন্ধিকৃত হয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষন কেন্দ্র বা আইইউসিএন কর্তৃক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার সকালে দাঁতন শহর থেকে ১০কিলোমিটার দুরে উত্তর আড়বোনা গ্রামের সনাতন মুর্মুর বাগান থেকে  উদ্ধার হয় এই মেছো বেড়ালটি। মুর্মু জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই বাড়ির হাঁস মুরগি উধাও হয়ে যাচ্ছিল তাই কোনও বন্যপ্রাণীর আনাগোনা হয়েছে ধরে নিয়েই খাঁচা পেতেছিলেন তাঁরা আর তাতেই মঙ্গলবার ভোরে ধরা পড়ে প্রাণীটি।

সকালে খবর পেয়ে বিভিন্ন গ্রামের  মানুষ প্রাণীটিকে দেখতে ওই গ্রামে ভীড় জমায়। এদের মধ্যেই কিছু সচেতন কিছু ব্যক্তি পুলিশ এবং বনদপ্তরে খবর দেয়। এর পরেই  বনকর্মীরা গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বনদপ্তর জানিয়েছে, ”প্রানীটির পায়ে এবং শরীরে বিভিন্ন অংশে ক্ষত রয়েছে আর সেকারনেই নিজস্ব এলাকায় শিকার করার ক্ষীপ্রতা হারিয়ে লোকালয়ে ঢুকে পড়ছিল। প্রাণীটিকে বর্তমানে বেলদা প্রানী চিকিৎসালয়ে চিকিৎসা করানো হচ্ছে। সুস্থ হলে তাকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকায় প্রানীর অস্তিত্ব জানতে পেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বন্যপ্রান বিশেষজ্ঞরা জানিয়েছেন এশিয়া, বিশেষ করে দক্ষিন এশিয়ার জলাভূমি অধ্যুষিত দেশগুলিতে সাধারনভাবে বিচরনকারী এই মেছো বেড়াল পশ্চিম বাংলার জাতীয় প্রানী হিসাবেও মর্যাদা পেয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জলাভূমি ধ্বংস ও অপরিকল্পিত নগরায়ন আরও অনেক বিলুপ্তপ্রায় প্রানীর মতই ধিরে ধিরে শেষ করে দিচ্ছে এই প্রানীটিকেও। তবে মঙ্গলবার প্রাণীটিকে রক্ষা করতে এলাকার মানুষ যে ভাবে এগিয়ে এসেছে তাতে সন্তোষ প্রকাশ করেছে বনদপ্তর। 

RELATED ARTICLES

Most Popular