Homeএখন খবরকিছুটা স্বস্তি দিয়ে দেশে ক্রমশই নিম্নগামী করোনার গ্রাফ, কমল দৈনিক মৃতের সংখ্যাও

কিছুটা স্বস্তি দিয়ে দেশে ক্রমশই নিম্নগামী করোনার গ্রাফ, কমল দৈনিক মৃতের সংখ্যাও

নিউজ ডেস্ক: দেশে ক্রমশই নিম্নগামী করোনার গ্রাফ। বিগত ৪৪ দিন পরে শুক্রবার সবচেয়ে কম সংখ্যক করোনার কেস সামনে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় মধ্যে ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ টি নতুন করোনার কেস এসেছে এবং ৩,৬৬০ জন আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। একই সময়ে, করোনার কাছ থেকে ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন লোকও করোনামুক্ত হয়েছেন। অর্থাৎ, আগের দিন ৭৬,৭৫৫ সক্রিয় কেস কমেছে। এর আগে বুধবার ২,১১,২৯৮ লক্ষ নতুন নতুন কেস এসেছিল এবং ৩,৮৪৭ আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।

২৭ শে মে অবধি, সারা দেশে ২০ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৬৬০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগের দিন ২৯ লাখ ১৯ হাজার ৬৯৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই সময়ে, ৩৩ কোটি ৯০ লক্ষেরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। আগের দিন, ২০.৭০ লক্ষ করোনার নমুনা পরীক্ষা নেওয়া হয়েছে, যার পজিটিভিটি রেট ৮ শতাংশের বেশি।

করোনার সর্বশেষ পরিস্থিতি-
মোট করোনার কেস – ২ কোটি ৭৫ লক্ষ ৫৫ হাজার ৪৫৭ টি।
মোট সুস্থ – ২ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৪১০ ।
মোট সক্রিয় মামলা – ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২ টি।
মোট মৃত্যু- ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জন।

দেশে করোনার মৃত্যুর হার ১.১৫ শতাংশ এবং সুস্থতার হার ৯০ শতাংশেরও বেশি। অ্যাক্টিভ কেস ৯ শতাংশেরও কম হয়েছে। করোনার অ্যাক্টিভ কেসের দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। সংক্রামিত মোট সংখ্যার দিক থেকেই ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরে ভারতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

অন্যদিকে,পশ্চিমবঙ্গেও অনেকটাই কমেছে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, পিছনে নেই পশ্চিমবঙ্গও। টানা ৮ দিন পর রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু নামল দেড়শোর নীচে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,০৪৬ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন।

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে ১৩ হাজার ৪৬ জনের। যেখানে আগের দিন সংখ্যাটা ছিল ১৬ হাজারের উপর। মঙ্গলবার সংক্রমিত হয়েছিলেন ১৭ হাজারের বেশি মানুষ।

RELATED ARTICLES

Most Popular