Homeএখন খবরলোকাল ট্রেন চালু হতেই মেট্রোয় লক্ষাধিক যাত্রীর ভিড়, ভিড় এড়াতে মেট্রো সংখ্যা...

লোকাল ট্রেন চালু হতেই মেট্রোয় লক্ষাধিক যাত্রীর ভিড়, ভিড় এড়াতে মেট্রো সংখ্যা বাড়ানো সম্ভাবনা কর্তৃপক্ষের

ওয়েব ডেস্ক : সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হয়েছে মেট্রো পরিষেবা। এই দু’মাসে মেট্রোয় যাত্রী সংখ্যা কয়েক হাজার ছুলেও তা লাখে পৌঁছায়নি। তবে বুধবার থেকে লোকাল ট্রেন চালু হতেই আচমকা ভিড় বাড়তে শুরু করেছে কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার তা রেকর্ড গড়ল। শুধুমাত্র দমদম-কবি সুভাষের মধ্যেই মেট্রোয় যাত্রী সংখ্যা প্রায় লক্ষাধিক ছুঁই ছুঁই। এই অবস্থায় ভিড় সামাল দিতে স্বাভাবিকভাবেই ফের মেট্রোর সংখ্যা বাড়ার ইঙ্গিত দিল মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ১০ ই নভেম্বর পর্যন্ত গড়ে ৩-৪ হাজার যাত্রী যাতায়াত করতেন। কিন্তু ১১ নভেম্বর লোকাল ট্রেন চালুর দিন থেকে শুধুমাত্র অফিস টাইমেই গড়ে ১০ হাজার যাত্রী যাতায়াত করছে। এদিকে ট্রেন চালুর দিনেই মেট্রোর দমদম-কবি সুভাষ শাখায় যাত্রী হয়েছিল ৯৮ হাজার ৮৯ জন। আর ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছিল ৫২৭ জন। ১২ নভেম্বর দমদম-কবি সুভাষ শাখায় তা সামান্য কমে যাত্রী হয়েছিল ৯৭ হাজার ৫১৫ জন। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছে ৫০১ জন। এবিষয়ে মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকদের মতে, মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে মেট্রোয় যাত্রী সংখ্যা যা ছিল, তার তুলনায় লোকাল ট্রেন চালু হওয়ার পর যাত্রী সংখ্যা এক ধাক্কায় কয়েকগুন বেড়ে গিয়েছে। পাশাপাশি ট্রেন চালুর পর থেকে শুধুমাত্র অফিস টাইমেই গড়ে ১০ হাজারের কাছাকাছি যাত্রী যাতায়াত করেছেন। এরপর বেলা বাড়লে যাত্রী সংখ্যা কমলেও প্রতি ঘন্টায় কমপক্ষে ৫ হাজার যাত্রী যাতায়াত করছেন।

এবিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় জানিয়েছেন, “কোভিড প্রটোকল মেনেই যাতে সবাই যাতায়াত করতে পারেন সেই দিকে নজর রাখা হচ্ছে। দমদম ও কবি সুভাষ স্টেশনে আমাদের কর্মীরা যথাযথ ভাবে নজর রাখছেন। শারীরিক দূরত্ব বজায় রেখেই যাতে চলাফেরা করা যায় তাও দেখা হচ্ছে।” তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে, যে ভাবে প্রতিদিন যাত্রী সংখ্যা বাড়ছে তাতে আগামী দিনে মেট্রোর সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে কবে থেকে মেট্রো সংখ্যা বাড়ানো হয়ে পারে, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

RELATED ARTICLES

Most Popular