Homeএখন খবরসিদ্ধান্ত প্রত্যাহার করে আনলকেও লক থাকছে মেঘালয়ের ধর্মস্থান

সিদ্ধান্ত প্রত্যাহার করে আনলকেও লক থাকছে মেঘালয়ের ধর্মস্থান

ওয়েব ডেস্ক : দিন দিন ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। এই পরিস্থিতিতে লকডাউন উঠে ইতিমধ্যেই গোটা দেশে চলছে আনলক ১ পর্ব। কেন্দ্রের তরফে খুলে দেওয়া হয়েছে ধর্মীয়স্থান, শপিং মল, রেস্তোরাঁ। কিন্তু কেন্দ্রের তরফে ঘোষণা করা হলেও মঙ্গলবার ধর্মস্থান খুলে দেওয়ার পূর্ব ঘোষণা প্রত্যাহার করে নিল মেঘালয় সরকার। মেঘালয়ে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ ফলে সরকারের ঘোষণাকে সম্মান জানিয়ে ১৪ ই জুন থেকে ভক্তদের জন্য ধর্মস্থানগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও একপ্রকার বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় মেঘালয় সরকার।

মেঘালয় সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের সিদ্ধান্ত মেনেই রাজ্যের তরফে ১৪ ই চার্চগুলি খুলে দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু এই কয়েকদিনে যেভাবে বাড়ছে এই মারণ ভাইরাসের প্রকোপ, তাতে যদি এই মূহুর্তে ধর্মীয় স্থান গুলি খুলে দেওয়া হয় তবে সেখানে প্রচুর মানুষের সমাগমে করোনা তার সংক্রমণের জাল আরও বিস্তার করতে পারবে। এই কথা মাথায় রেখেই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত আপাতত প্রত্যাহার করেছে মেঘালয় সরকার।

এখনো পর্যন্ত মেঘালয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ জন। গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। এর আগে লকডাউনের পর পরই এখানে মোট ৭ জন আক্রান্ত ছিল। প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু ধীরে ধীরে ফের সংক্রমিত হয় এই রাজ্য৷ তবে ধর্মস্থান গুলি খোলার বিষয়ে রাজ্যের চার্চগুলির সাথে বৈঠক করা হলে চার্চ কর্তৃপক্ষগুলি সাফ জানিয়ে দেন এই পরিস্থিতিতে কোনোভাবেই তারা চার্চ খুলবেন না। একই কথা জানান ধর্মগুরুরাও।

এ বিষয়ে মেঘালয়ের উপ মুখ্যমন্ত্রী প্রিস্টন টিনসং জানিয়েছেন, “আগের ঘোষণা বাতিল করা হয়েছে। আপাতত রাজ্যে কোনও ধর্মস্থান খোলা হচ্ছে না। করোনা পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তাই এখন ধর্মস্থান খোলার অর্থ বিপদ আরও বাড়ানো। তাই সরকারি নির্দেশ থাকলেও আমরা এক্ষুনি কোনও ধর্মস্থানই খুলছি না।”

এদিকে, গোটা দেশে ক্রমশই বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে করোনায় আক্রান্ত সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮। আক্রান্তের সাথে দেশে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ৪৬৬ জন। তবে আক্রান্ত ও মৃতের পাশাপাশি দেশে সুস্থতার হারও যথেষ্ট আশাপ্রদ। দেশে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন।

তবে একদিকে করোনা পরিস্থিতির মধ্যেও দেশ জুড়ে তুলে দেওয়া হচ্ছে লকডাউন। খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ,শপিংমল, ধর্মীয় স্থান, অফিস কাছারি। এর জেরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। অন্যদিকে, দেশের মধ্যেই ছোট্ট একটি রাজ্য মেঘালয়। যেখানে লোক সংখ্যা মাত্র কয়েক হাজার। মারণ ভাইরাসের আক্রান্তের সংখ্যাও খুব একটা বেশী নয় মাত্র ৪০ জন। কিন্তু তবুও তারা সংক্রমণ রোখার জন্য কেন্দ্রের সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় স্থান আপাতত বন্ধ রাখলো। মেঘালয় সরকারের বক্তব্য যেখানে দেশে সংক্রমণ দিন দিন ভয়াবহ হওয়া সত্ত্বেও শুধুমাত্র দেশের অর্থনৈতিক স্বার্থে লকডাউন তুলে নিলে সঙ্কট আরও তীব্র হবে।

RELATED ARTICLES

Most Popular