Homeএখন খবর৫ মিনিটের ব্যবধানে কোভিশিল্ড আর কোভ্যাকসিন নিয়ে বিপাকে মহিলা! ২ নার্সকে শোকজ...

৫ মিনিটের ব্যবধানে কোভিশিল্ড আর কোভ্যাকসিন নিয়ে বিপাকে মহিলা! ২ নার্সকে শোকজ করল প্রশাসন

নিজস্ব সংবাদদাতা: লোকের একটা ভ্যাকসিন পেতেই যখন দফারফা, যখন রাতভোর লাইনে দাঁড়িয়ে হয়ত কোনও রকম মিলছে প্রতিষেধক তখন একই মহিলাকে পর পর ২টি ডোজ দিয়ে দিলেন নার্সরা। তাও আবার ২রকমের ২টি ভ্যাকসিন। গোটা ঘটনায় হৈচৈ পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। তড়িঘড়ি দায়িত্বপ্রাপ্ত ২জন নার্সকে শো-কজ করেছে প্রশাসন। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভিন্ন কোভিড ভ্যাকসিনের নিয়ে বিপাকে বিহারের এক ৬৫ বছরের ওই মহিলা।

জানা গেছে প্রথমে তিনি কোভিশিল্ড ভ্যাকসিন পান এবং তার মাত্র পাঁচ মিনিট পরেই কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয় তাঁকে।ঘটনাটি ঘটেছে পাটনার কাছে পুনপুন ব্লকে গত ১৬ জুন। সূত্রের খবর পুনপুন ব্লকের বেলদারি চকের একটি স্কুলে সুনীলা দেবী কোভিড ভ্যাকসিন নিতে যান। সেখানেই এই ঘটনা ঘটে। তবে এখনো তিনি সুস্থই রয়েছেন এবং তাঁকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।
,
গোটা বিশ্বেই ককটেল ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। দুটি ভিন্ন ভ্যাকসিনের দুটি ডোজের ফলাফল কি হতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা আলোচনা করছেন। তবে এক্ষেত্রে সেরকম কিছু হয়নি। সুনীলা দেবীর দাবি অনুসারে তিনি ওই স্কুলে ভ্যাকসিন নিতে গেলে প্রথমেই কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয় তাঁকে। ভ্যাকসিন নেওয়ার পর যখন তিনি অবজারভেশন রুমে অপেক্ষা করছিলেন তখনই ঘটে বিপত্তি। মহিলার কথায় অপেক্ষা করার সময় তাঁর নাম ধরে ডাকেন এক নার্স। তিনি উত্তর দিলে তাঁকে ভ্যাকসিন নেওয়ার জন্য ডাকা হয়। তিনি একবার ভ্যাকসিন নিয়েছেন বলে জানালেও সেই হাতেই দ্বিতীয়বার ভ্যাকসিন নেওয়ার জন্য তাঁকে বলেন নার্স এবং দ্বিতীয়বার কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হয় তাঁকে।

পরবর্তীকালে নিজের এই ভোগান্তির কথা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানান মহিলা। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। চঞ্চলা দেবী এবং সুনীতা কুমারী নামের যে দুই নার্স টিকা দিয়েছিলেন তাঁদের ইতিমধ্যেই শো কজ করা হয়েছে। পুলপুল ব্লকের উন্নয়ন আধিকারিক শৈলেশকুমার কেশরী জানিয়েছেন, ‘‘ওই দুই নার্সকে শোকজ করা হয়েছে। তাঁরা কেন এমন করলেন তা তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে।’’

যদিও শেষ পাওয়া খবর অনুসারে শারীরিক কোনো অসঙ্গতি দেখা যায়নি মহিলার শরীরে। তবে প্রথমবার এই দুটি টিকা এত কম সময়ের মধ্যে নেওয়ার কথা প্রকাশ্যে এল। আর এই ঘটনায় আরো একবার বে আব্রু হয়ে গেল বিহারের স্বাস্থ্য ব্যবস্থার করুন চিত্র।

RELATED ARTICLES

Most Popular