Homeরাজ্যউত্তরবঙ্গশিলিগুড়ির ভোলা মোড়ে দুর্ঘটনায় মৃত্যু মহিলার, প্রশ্ন পথচারীদের নিরাপত্তায়

শিলিগুড়ির ভোলা মোড়ে দুর্ঘটনায় মৃত্যু মহিলার, প্রশ্ন পথচারীদের নিরাপত্তায়

নিউজ ডেস্ক:পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা।ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার।সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ভোলামোড়ে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা বক্রাভিটার বাসিন্দা। প্রতিদিনের মতো এদিনও কাজ সেরে বাড়ি ফেরার পথে ভোলামোড়ে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ঘটনার পরই স্থানীয়রা ট্রাকটিকে আটক করলে সুযোগ বুঝে ট্রাকচালক পালিয়ে যায়।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে ট্রাকটিকে থানায় নিয়ে আসে। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য শিলিগুড়িতে বাড়ছে দুর্ঘটনা। ইষ্টার্ন বাইপাস সংলগ্ন এলাকাগুলিতে দুর্ঘটনা রোজ ঘটছে।সম্প্রতি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির।পিকনিকের মাংস কিনে রাস্তা পারাপার হবার সময় তাকে ধাক্কা দেয় ট্রাকটি।তারপরই তার মৃত্যু হয়।

ট্রাফিক পুলিশের নজরদারী নিয়ে উঠছে প্রশ্ন।ঘটা করে রাজ্য সরকারের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলেও তার প্রভাব কতটা পড়ে পথচারী, গাড়ির চালকদের ওপর তা নিয়েও সন্দেহ থাকে।

শিলিগুড়ি গোড়া মোড়, ভোলা মোড়, ঘোগোমালী এলাকায় ট্রাফিক পয়েন্টের দাবী বহুদিনের।কারণ এই রাস্তাগুলির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।শহরেল যানযট এড়াতে এই রাস্তাগুলি ব্যবহার করে গাড়ির চালকরা।অভিযোগ প্রশাসন বিষয়টির দিকে নজর দিচ্ছেনা।এরফলে দুর্ঘটনা বাড়ছে।

RELATED ARTICLES

Most Popular