Homeএখন খবরবিশ্বের সেরা খড়গপুর সহ দেশের পাঁচ আইআইটি, উচ্ছসিত কেন্দ্র

বিশ্বের সেরা খড়গপুর সহ দেশের পাঁচ আইআইটি, উচ্ছসিত কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের সেরা ১০০টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে উঠে আসল ভারতেরই পাঁচ আইআইটির নাম আর তার মধ্যে রয়েছে দেশের প্রাচীন এবং বৃহত্তর আইআইটি খড়গপুরের নামও। স্বাভাবিক ভাবেই এই তালিকা প্রকাশের পর উচ্ছাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

সারা বছর ধরে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর নিবিড় সমীক্ষা চালানোরপর বছরের একটা সময় একটি পর্যায়ক্রম তালিকা প্রকাশ করে কোয়াকুয়ারেলি সাইমন্ডস। সম্প্রতি প্রকাশ হয়েছে সেই তালিকা। আর সেই তালিকায় দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারিং কলেজগুলির তালিকায় আইআইটি বোম্বে রয়েছে ৪৪তম স্থানে আর ঠিক তিন ধাপ পরে রয়েছে আইআইটি দিল্লি। এছাড়াএছাড়াও প্রথম একশোয় ভারতের পাঁচটি আইআইটি রয়েছে। গতবারের তুলনায় এবার বেশ খানিকটা এগিয়েছে দুই আইআইটি। ৮৮ তম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাস ও ৯৬ তম স্থানে রয়েছে আইআইটি কানপুর। তালিকায় ৮৬ তম স্থানে রয়েছে আইআইটি খড়্গপুরের নাম।
তবে আইআইটি বোম্বে এবং দিল্লি এবার উল্লেখ যোগ্য অগ্রগতি ঘটিয়েছে । গত বছর ৫৩ তম স্থানে ছিল আইআইটি বোম্বে। ৬১ তম স্থানে ছিল আইআইটি দিল্লি।
এই তালিকা প্রকাশের পর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেন, ‘আমাদের দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ কৃতিত্ব। যা ভারতকে গর্বিত করেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকারের ক্রমাগত চেষ্টার ফসল এটা। ‘

RELATED ARTICLES

Most Popular