Homeটেক আপডেটব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্রাউজিং তথ্য পাচার করার অভিযোগে উঠলো Xiaomi’ র বিরুদ্ধে

ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্রাউজিং তথ্য পাচার করার অভিযোগে উঠলো Xiaomi’ র বিরুদ্ধে

ডিজিটাল ডেস্ক: ভারতের সবচেয়ে বেশি বিক্রয়কারি স্মার্টফোন কোম্পানি শাওমি এবার নাকি তাদের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য চুরির অভিযোগ উঠল। সম্প্রতি একটি ইন্টারনেট সুরক্ষা সংস্থা শাওমির বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তারা জানিয়েছে যে শাওমি তাদের ব্যবহারকারীদের সমস্ত ব্রাউজিং ডেটি পাঠায় চিনের ই-কমার্স সংস্থা আলিবাবার সার্ভারে। শাওমির ব্রাউজার সহ ইনকগনিটো মোডের তথ্যও পাঠিয়ে দিচ্ছে শাওমি অভিযোগটি শোনার পর তারা জানিয়েছে যে ব্যবহারকারীদের তথ্য গোপন রেখে ব্রাউজিং তথ্য সেভ করে রাখা হয় ঠিকই কিন্তু তা কোনো কোম্পানির সাথে শেয়ার করা হয়‌ না।

শাওমি ফোনের এই সুরক্ষা গাফিলতির তথ্য সামনে এনেছে ইন্টারনেট সুরক্ষা গবেষক গাবি সার্লিগ ও অ্যান্ড্রু টিয়ের্নি। তারা জানিয়েছেন যে এই সংস্থাটি তার ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্রাউজিং তথ্য অন্য কোম্পানির সাথে শেয়ার করছে। সার্লিগ ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী জানিয়েছেন যে Redmi Note 8 ফোনের যাবতীয় ব্রাউজিং তথ্য আলিবাবার সার্ভারে পাঠিয়েছে শাওমি।

এছাড়াও সার্লিগ এও জানিয়েছেন যে ব্যবহারকারী কখন কোন ফাইল টি ওপেন করছেন সেই সমস্ত তথ্যও রাশিয়া ও সিঙ্গাপুরের সার্ভারে পাঠিয়ে দিচ্ছে শাওমি। এছাড়াও‌ অন্যান্য মডেল Mi 10, Redmi K20 ও Mi Mix 3 এই ফোনগুলিতেও তথ্য পাচারের হদিস পেয়েছেন সার্লিগ। তিনি এ-ও জানিয়েছেন যে গুগল প্লে স্টোর থেকে শাওমি ব্রাউজার ১.৫ কোটি বার ডাউনলোড করা হয়েছে কিন্তু তার মধ্যেও এই সমস্যা থেকেই যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular