Homeশরীর ও স্বাস্থ্যজীবনের ছোট বড় সকল সমস্যার সমাধানে হলুদ! জানুন এর চমৎকারী গুণ

জীবনের ছোট বড় সকল সমস্যার সমাধানে হলুদ! জানুন এর চমৎকারী গুণ

নিউজ ডেস্ক: হলুদ রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসলা। এটি ছাড়া রান্না যেন অসম্পূর্ণ। রান্নার স্বাদ বা রং এই সবকিছুর জন্য রান্নায় হলুদের ব্যবহার খুব জরুরী। পাশাপাশি হলুদের স্বাস্থ্য উপকারিতাও প্রচুর রয়েছে। কিন্তু আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্রে হলুদের কতটা গুরুত্ব রয়েছে!

বলা হয় যে, হলুদ কেবল একটি মশলাই নয্‌ এটি গ্রহ দোষ সম্পর্কিত যে কোনও দুশ্চিন্তা, আর্থিক সমস্যা এই সব কিছু দূর করতেও সক্ষম। জেনে নিন এসবের জন্য কিভাবে ব্যবহার করতে হবে হলুদ-

প্রতি বৃহস্পতিবার সারা ঘরে হলুদ জল ছিটিয়ে দিন। এমনটা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে।

যদি কোনও বিশেষ কাজের জন্য ঘর থেকে বের হন তাহলে হলুদ দিয়ে কপালে তিলক কেটে যান, এতে আপনার প্রতি কাজে সফলতা আসবে।

ঘরের চারপাশে হলুদ দিয়ে রেখা টেনে দিন; জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একে খুব শুভ মনে করা হয়, বলা হয় এমন করলে ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। আর ঘরে থাকা পজিটিভ এনার্জিও সুরক্ষিত থাকে।

যদি কেউ মানসিকভাবে খুব চিন্তিত থাকেন বা কোন হতাশার সম্মুখীন হন, তাহলে তার প্রতিদিন হলুদ জলে স্নান করা উচিৎ- এমনটা জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে। বলা হয় এতে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় এবং সব রকম বাজে চিন্তা থেকে তিনি বাঁচতে পারেন।

যদি আপনার কুন্ডলীতে বৃহস্পতি গ্রহ দুর্বল থাকে আর আপনি তা মজবুত করতে চান, তাহলে রোজ পুজোর সময় আপনার কব্জি ও গলায় হলুদের টিকা লাগান এতে গুরু গ্রহ কেবল শক্তিশালীই হবে না, আপনার কথাও শক্তিশালী হবে।

আপনি কি সবসময় খারাপ স্বপ্ন দেখে দেখে ক্লান্ত? তাহলে একটি কাপড়ে হলুদ মুড়ে মাথার কাছে রেখে দিন, এতে করে খারাপ স্বপ্ন আসবে না।

এছাড়াও, হলুদ শুধু ব্যবহার করলেই নয়, হলুদ দান করাও শুভ বলে মনে করা হয়। বলা হয়, হলুদ দান করলে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

RELATED ARTICLES

Most Popular